দোহারে ভুয়া এনজিও (এসএসএস) এর কর্মকর্তা আটক

284

আহাদ,নিউজ৩৯ঃ ভ্রাম্যমাণ আদালতে সাজা ঢাকার দোহার উপজেলায় সুখ সাথী সংস্থা (এসএসএস) এর নুরুল হুদা (৩৫) নামে এক কর্মকর্তাকে আটক করেছে দোহার থানা পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল হুদা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার নোয়াপাড়া গ্রামের ইউনুস সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সুখ সাথী সংস্থা (এসএসএস) নামে ভুয়া একটি সংগঠন উপজেলার ইউসুফপুর সুরুজ মোড়লের বাড়িতে অফিস ভাড়া নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। অল্প জামানতে অধিক কিস্তির টাকা দেয়া হবে এমন লোভ দেখিয়ে সংস্থাটি অল্প দিনের মধ্যেই কয়েকজন মাঠ কর্মীদের সহায়তায় ২০-২৫ জন গ্রাহকের কাছে থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা জামানত হিসেবে নেয়। পরে নির্দিষ্ট সময় পার হলেও কিস্তির টাকা না পেয়ে গ্রাহকরা অফিসে গেলে দেখতে পান অফিসের কর্মকর্তারা পালিয়েছেন। এ সময় গ্রাহকেরা নুরুল হুদা নামে এক সদস্যকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে দোহার থানায় নিয়ে আসেন। পরে পুলিশ প্রতারক নুরুর হুদাকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি নুরুল হুদাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্টেট সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমি সেখানে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৫১ হাজার টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করি। প্রতারিত ব্যক্তিদের মাঝে নগদ টাকা সমানুপাতে ফিরিয়ে দেয়া হয়েছে এবং প্রতারক চক্রের এক সদস্য নুরুল হুদাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সংস্থাটির বৈধ কোন কাগজপত্র নেই বলেও জানান তিনি।

আপনার মতামত দিন