দোহারে ভালবাসার মঞ্চের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

236
দোহারে ভালবাসার মঞ্চের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাই একটু উষ্ণতা,দোহার বাসী সবে কয়, ভালােবেসে করবাে জয়”ভালোবাসার আলাে, ঘরে ঘরে জ্বালাে” এ স্লোগান গান কে সামনে রেখে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে ভালবাসার মঞ্চ নামে একটি সামাজিক সংগঠন।

ঢাকার দোহারে শুক্রবার ২২শে জানুয়ারি বিকাল ৩:৩০ টায় প্রিয়বাংলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসুন দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ ও মাটিকে ভালােবাসায় সিক্ত করি।ভালােবাসার মঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন চাই একটু সহানুভূতি” এ লক্ষকে ধারন করে সামনে এগিয়ে চলছে ভালবাসার মঞ্চ। করোনা সময় সীমাবদ্ধতা থাকায় আমরা কম্বল গুলো ঘড়ে ঘড়ে পৌছে দিবো।

এ সংগঠনটি শুরু হয়েছে ২০১৪ সালে সুদূর আমেরিকাতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ মোট ৭টি দেশে সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয়েছে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক সাধারন সম্পাদক ভালোবাসার মঞ্চ, আব্দুল বারি নবেল সাংগঠনিক সম্পাদক ভালোবাসার মঞ্চ,মোঃ করিমউল্লাহ সহ সভাপতি ভালোবাসার মঞ্চ, সুরুজ আলম সুরুজ বাংলাদেশ আওয়ামীলীগ আন্তর্জাতিক উপ-কমিটি সদস্য, আব্দুর রহমান আকন্দ জয়পাড়া কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস,আয়নাল হোসেন সিনিয়র স্টাফ রিপোটার শেয়ার বীজ, আব্দুল হালিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মোঃ নাসির উদ্দিন লস্কর বিশিষ্ট সমাজ সেবক,কবির হোসেন ওয়ান ব্যাংক জয়পাড়া শাখা, সাইফুউদ্দিন বদু সহ আরো অনেকেই।

আপনার মতামত দিন