দোহারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

401
দোহারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকার দোহার উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে অর্থ লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় দোহার উপজেলার নারিশা বাজারে সাজ্জাদ হার্ডওয়াড এ হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ক্যাশে থাকা ৮৫ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের মালিক সফিকুল ইসলাম । এবিষয় দোহার  শাইনপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সফিকুল ইসলাম।

প্রতিষ্ঠানের মালিক সফিকুল ইসলাম জানায়,  গত মঙ্গলবার সন্ধ্যায় উপেজেলার চৈতাবাতর এলাকার লাল মিয়ার সাথে কথা কাটাকাটি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তা সমাধান করে দেয় । বুধবার সকাল সাড়ে ১০ টায় লাল মিয়া  দুই ছেলে রাব্বী ও সাব্বীর, ইউনুসের ছেলে আবির এবং সালাউদ্দিনের ছেলে জয়সহ অজ্ঞাত আরও দুই-তিন জন দেশিঅস্ত্র দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানের ক্যাশে থাকা ৮৫ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে দোহার  শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের বিষয় একটি অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন