দোহারে বেকারিতে প্রশাসনের অভিযান, দুই মালিক কে অর্থদন্ড

348

ঢাকার দোহার উপজেলায় থানার মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন ও কাচারি ঘাটা বাজারে ২ টি বেকারি তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

০৮ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এইসব বেকারিতে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এইরকম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ২ বেকারি মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, খাদ্যের ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

আপনার মতামত দিন