দোহারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

408
দোহারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া হাসপাতাল রোডে সমাধান ক্লিনিকের সাদের উপরে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল মিয়া (২৮) নামের এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। নিহত রাসেল দোহার পৌরসভার দক্ষিণ জয়পাড়া গ্রামের মৃত মো. সোহরাব হোসেনের ছেলে।

নিহতের ছোট ভাই বাবু জানায়, সোমবার (৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে রাসেল উপজেলার জয়পাড়ায় অবস্থিত সমাধান ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকের ছাদে উঠেন ময়লা পরিষ্কার করতে। এমন সময় ছাদে থাকা বিদুৎতের তারের স্পর্শে সেখানেই রাসেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাসেলকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা লাশ থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবার মামলা করতে চাইলে আমরা মামলা নিয়ে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মতামত দিন