দোহারে বিএনপির ৮৩ নেতা কর্মীর নামে মামলা

231
দোহারে বিএনপির ৮৩ নেতা কর্মীর নামে মামলা

দোহার প্রতিনিধি: দোহার উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন আরেকটি মামলা হয়েছে। গত সোমবার নজরুল ইসলাম খালাসি নামের স্থানীয় এক ট্রাক ড্রাইভার বাদী হয়ে দোহার থানায় মামলাটি করেন। এ মামলায় বিএনপির ৮৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দিয়ে আসামি করা হয়েছে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১:৪৫ দিকে আসামিরা দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা দোহার আঞ্চলিক সড়কের ওপর ইটপাটকেল ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় গাড়ির টায়ার জ্বালিয়ে চলাচলরত ট্রাকের কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশের গাড়ি আসতে দেখে নেতা-কর্মীরা পালিয়ে যায়। এরপর তিনিটি ককটেইল, ৫টি বাশের লাঠি, ৩৫ টি ইটের খন্ড পাওয়া যায়।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলার বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি এস এম কদ্দুস, সেন্টু ভূঁইয়া, মাহাবুব বেপারি, মো:রাসেল, হামিদুল ইসলাম সোহাগ, মো:বাবু, লুৎফুর শেখ, শেখ সবুজ,শাহিন মোল্লা, ওয়াসিম, শামীম মোল্লা,গফফার, সেলিম বেপারি, শহীদ শরিফ প্রমুখ।

অন্য খবর  ঢাকা-১ থেকে আশফাকসহ দেড় শতাধিক প্রার্থী নিশ্চিত বিএনপির

এই বিষয়ে দোহার থানার এ এস আই দেলোয়ার হোসেন বলেন, গত সোমবার (২৭/১১/২৩) তারিখ ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম খালাসি বাদী হয়ে দোহার থানায় ভাংচুর মামলাটি করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

আপনার মতামত দিন