দোহারে আবার বাসে আগুন

296

অবরোধের আগুনে আবার পুড়লো বাস। দোহারের লটাখোলা ব্রীজের কাছে পার্কিং করে রাখা ডিএনকে পরিবহনের একটি বাস শুক্রবার রাতে পুড়িয়ে দিয়েছে দূর্বিত্তরা। এ ব্যাপারে মামলা হয়েছে দোহার থানায়। 

দোহার থানা ডিউটি অফিসার জামাল হোসেন নিউজ৩৯-কে জানান, শুক্রবার রাত ১২:৩০ টার দিকে কয়েকজন দুর্বিত্ত গাজীপুর জ ০৪-০৩৬২ বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাসের হেল্পপার উজ্জল আহত হয়। পরে উজ্জলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাসের মালিক নুরুল ইসলাম থানায় বাদি হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নি।

আপনার মতামত দিন