দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর ফ্রী মেডিকেল ক্যাম্প

339

স্টাফ রিপোর্টার গাজী নাদিম মাহমুদঃ প্রবীণ মানুষের স্বাস্থ সেবায় (ইন্টারনাল মেডিসিন বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর আয়জনে গত ০১-০১-২০১৮ থেকে ধারাবাহিক ভাবে মুকসুদপুর ইউনিয়নের প্রবীণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। উক্ত ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর অভিজ্ঞ ডাক্তার পঙ্কজ কুমার ইয়াদব ও ডাক্তার আতিকুর ররহমান সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত রোগী দেখেন এবং ব্যবস্থা পত্র প্রদান করেন। উক্ত মেডিকেল ক্যাম্প এ গাজী নাদিম মাহমুদ,রশিদ,আরিফুল্লা, তাপস,রাকিব মোল্লা,কাওছার হোসেন সহ আরও অনেক যুবক সার্বিক সহযোগীতা করেন। পাচ দিন ব্যাপী এর মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীকে ব্যবস্থা পত্র প্রদান এবং বিনা মূল্যে পরীক্ষানিরীক্ষা করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর ডাক্তার মোঃ আতিকুর রহমান এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নিউজ৩৯ কে বলেন, মুকসুদপুর ইউনিয়ন এর কৃতি সন্তান ডাক্তার ফেরদৌসুর রহমান বিদ্যুৎ স্যার তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন এবং স্যার এর নিজ বাসবভন তথা গ্রামের বাড়ি থেকে মেডিকেল সেবা প্রদান করা হয়। প্রমিজ হাসপাতাল থেকে ব্যপক সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন উক্ত ক্যাম্পে রোগিদেরকে কয়েক প্রকার রক্ত ও প্রস্রাব পরীক্ষা সহ ই.সি.জি করা হয়, যা বিনামূল্যে প্রদান করা হয়। আগামীতেও এই ধরনের সেবা নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন