দোহারে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পন

158
দোহারে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পন

ঢাকা জেলার দোহার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে পুস্পস্তবক অর্পন করেছে দোহার উপজেলা প্রশাসন। সকাল ৯টায় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে এই পুস্পস্তবক অর্পন করা হয়।

বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনের এই অনুষ্ঠান উপলক্ষে নতুন সাজে সেজেছে দোহার উপজেলা প্রশাসন। আলোকসজ্জা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হবে বঙ্গবন্ধুর এই ১০১ তম জন্ম বার্ষিকী। পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় আজকের দিনের কর্মসূচি। পুস্পস্তবক অর্পনের এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা  ভাইস চেয়ারম্যান শামীমা বিথী, ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল,  সহ উপজেলা প্রশাসন এবং পরিষদের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

আপনার মতামত দিন