মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোহার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রবিবার বিকেলে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন করা হয় শিক্ষা উপকরণ মেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা শিক্ষা অফিসার মো. হিন্দোল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শামীমা আহমেদ, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম মিয়া, ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিনের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, সহকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ (চঞ্চল) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আপনার মতামত দিন
