দোহারে “প্রশ্নবোধক”নাটক মঞ্চায়ন

80
দোহারে

ঢাকার দোহারে মহান বিজয় দিবস উপলক্ষে দোহার শিল্পকলা একাডেমির নাট্য শিল্পীদের পরিবেশনায় নাটক” প্রশ্নবোধক ” মঞ্চস্থ হয়েছে।

১৬ ডিসেম্বর (শনিবার) রাতে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ নাটিকা টি মঞ্চস্থ হয়। নাটক টি তে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা নিষ্টুরতা ও হত্যা কান্ডে জরিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম তুলে ধরা হয়েছিল।

দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে নাটক টি তে অভিনয় করেছিলেন দোহার প্রেসক্লাবের সদস্য, দৈনিক সকালের সময় এর দোহার উপজেলা প্রতিনিধি মো: আল- আমিন হোসাইন, দৈনিক আমার সময় পএিকার দোহার-নবাবগন্জ উপজেলা প্রতিনিধি মাকসুমুল মুকিম,মো: লাবিব,সজল, পুলক, পারভেজ,আল রাজিব, মিতু,রানিয়া,ভাবনা,মোবারক, আল-আমিন।

নাটক টি উপস্থাপন করেন দোহার উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক,শিল্পকলা একাডেমির সদস্য রাজিব শরীফ নাটকটির নির্দেশনায় ছিলেন জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক নজরুল ইসলাম খান।

নাটক টি উপভোগ করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মামুন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার শিল্পকলার সাধারণ সম্পাদক ডাঃ মো জালাল উদ্দীন, সহ আরো অনেকে।

আপনার মতামত দিন