দোহারে পুলিশের অভিযানে অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার

569

ঢাকার দোহার থানা পুলিশের এক বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দোহার উপজেলার উত্তর রাইপাড়া গ্রামের মো.রিয়াদ (২৮) ও মো.সিজান(২১)। এদের থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন, ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল এর নির্দেশনায় এএসআই (নি:) নান্টু কৃষ্ণ মজুমদার অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে এসআই (নি:) সুলতান মাহমুদ বাদী হয়ে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত: আসামীদ্বয়ের বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।

আপনার মতামত দিন