দোহারে পল্ট্রি খামারীদের নিয়ে এমএসডি (ইন্টারভেট) কোম্পানীর সেমিনার অনুষ্ঠিত

51

ঢাকার দোহার উপজেলায় এমএসডি (ইন্টারভেট) এ্যানিমেল হেল্থ কোম্পানীর ভেটেনারী বিভাগের আয়োজনে দোহার উপজেলার বিভিন্ন লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগী পালনকারী খামারীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে লটাখোলা নতুন বাজার সংলগ্ন এলাকায় কোয়ালীটি জুস এন্ড কফি শপে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এমএসডি (ইন্টারভেট) এ্যানিমেল হেল্থ কোম্পানীর ভেটেনারী মার্কেটিং ম্যানেজার ডাঃ ছিদ্দিক রহমান আমন্ত্রিত খামারীদের লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগীর বিভিন্ন রোগ ও প্রতিরোধ এবং ভ্যাকসিনেকশ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় মেসার্স সাজিদ পল্ট্রি এন্ড ডেয়রী এন্টারপ্রাইজ এর সত্তাধীকারী এসএম শাহজাহান এর সৌজন্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসডি (ইন্টারভেট) এ্যানিমেল হেল্থ কোম্পানীর ডিপুটি ফিল্ড ও সেলস ম্যানেজার মোঃ আব্দুল হক হাওলাদার, সেলস ও টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ডাঃ মাজহারুল ইসলামসহ দোহারের বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত বিভিন্ন লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগী পালনকারী খামারীবৃন্দ।

আপনার মতামত দিন