দোহারে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

172

ঢাকার দোহার উপজেলায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জামালচর গ্রাম তাঁদের নিজ বাসা থেকে তাঁদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন দোহার উপজেলার জামালচর গ্রামের ফনুর ছেলে মো. আক্তার হোসেন ,  মো. মোক্তার হোসেন ও মো. সোহাগ। একই গ্রামের সেলামতের ছেলে ফনু এবং বটিয়া গ্রামের জালালের ছেলে সালে আহম্মেদ।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, শুক্রবার গভীর রাতে ওই ৫ জনকে তাদের নিজ বাসা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। দোহার থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম লিটন জানান, তারা সকলেই সি.আর মামলার পরোয়ানাভূক্ত আসামি।

আপনার মতামত দিন