বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দোহার উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ব্যাপক কারচুপি, জালভোট, ভোট কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং বহিরাগত সন্ত্রাসীদের এনে ভয়-ভীতির দেখানোর অভিযোগে নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের তারিখ ঘোষণার আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে।
একই সাথে তিনি এই নির্বাচনকে প্রহসনের, সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন এবং প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানান। তিনি অভিযোগ করেন, দুপুর ২টার পূর্বেই ৭৫টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের ব্যালট শেষ অর্থাৎ ভোট গ্রহণে কারচুপি করা হয়েছে। বাকি ৩০টি কেন্দ্রে সন্ত্রাসীরা ভয়-ভীতি দেখাচ্ছে ভোটারদের এবং সেখানে তাদের কোন পোলিং এজেণ্ট নেই বলেও তিনি দাবী করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আশে পাশের থানা থেকে বহিরাগত সন্ত্রাসীদের এনে আগে থেকে সেখানে জড়ো করা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনে একদম নির্লিপ্ত আচরণ করছে এই নির্বাচনকে এক তরফা করার জন্য।