দোহারে নিরবে হেরোইন বিক্রেতা নিরব আটক

482

দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে পুলিশের অভিযানে ২১.২৩ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি জামালচর গ্রামের নাছির উদ্দিনের ছেলে নাহিদুল ইসলাম নিরব (৩০)। দীর্ঘদিন ধরেই সে নীরবে হেরোইন বিক্রি করে আসছে। মঙ্গলবার সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এবিষয়ে নান্টু মজুমদার বলেন,নিরবের বিরুদ্ধে দোহার থানায় মাদক,ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন ধরনের ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে দোহার থানায়।

এএসআই নান্টু মজুমদার আরো জানান,আমরা তাকে অনেক দিন ধরে ধরার চেষ্ঠা করতেছি কিন্তু ধরতে পারতেসি না। মঙ্গলবার আমরা গোপন সংবাদের ভিক্তিতে নাগের কান্দা এলাকায় অভিযান চালিয়ে ২১.২৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিয়েছি।

আপনার মতামত দিন