দোহারে নারীর মরদেহ উদ্ধার

788
Dohar Upazila Map দোহার উপজেলা ম্যাপ
দোহার উপজেলা

ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে কামরুন্নাহার বতুল (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ সোহেল রানা নিউজ৩৯ কে জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মেঘুলা বাজারে ওষুধ কিনতে যায় কামরুন্নাহার। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিবারের সদস্যরা রাতভর তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের পরিত্যক্ত বাগানে কামরুন্নাহারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত দিন