দোহারে নতুন করে ৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত

128
দোহারে করোনাভাইরাস

দোহারে নতুন করে আরও ৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৮ জনে।

শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৩ টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গত সোমবার ২৬ জুলাই উপজেলা থেকে ১৭৪ টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫০ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ৭ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

আপনার মতামত দিন