দোহারে নতুন ইউএনও হিসেবে আসছে ফিরোজ মাহমুদ

1896

ঢাকার দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করছেন ফিরোজ মাহমুদ নাঈম। বর্তমান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসেবে পদোন্নতি হয়েছে।

তাই নতুন করে দোহারের দায়িত্ব নিতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিরোজ আহমেদ নাঈম। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ম্যাথমেটিক্স এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে তিনি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে ৩১ তম বিসিএস এ উত্তীর্ণ হন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর ২০১৯ সালের এপ্রিল তিনি মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

সর্বশেষ গত ৪ জুন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের স্বাক্ষরিত অনুলিপিতে তাকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আদেশ জারি করা হয়।

আপনার মতামত দিন