দোহারে দুই মাদকসেবীকে কারাদন্ড

413

দোহার উপজেলার জয়পাড়া টিএনটি অফিসের সামনে থেকে শুক্রবার রাতে মাহফুজ আহমেদ ও মোঃ রানা হোসেন নামে দুই মাদকসেবীকে আটক করে দোহার থানা পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার আদালতে হাজির করলে তিনি তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটককৃত মাহফুজ উপজেলার দক্ষিন জয়পাড়া গ্রামের ফজলু ওরফে ফয়জল বাবুর্চির ছেলে এবং মোঃ রানা ওরফে চ্যালেন্স জয়পাড়া খাড়াকান্দা এলাকার শেখ ভেলু (ভেইলা) বাবুর্চির ছেলে।

আপনার মতামত দিন