দোহারে দায়িত্ব গ্রহন করলেন নবনিযুক্ত ইউএনও ফিরোজ মাহমুদ

538
ফিরোজ মাহমুদ

 

 

 

দোহার উপজেলা সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পদে দায়িত্ব গ্রহন করলেন এ এফ এম ফিরোজ মাহমুদ। রোববার সকালে দোহারের ইউএনও পদে যোগদান করেন।এর আগে তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ জুন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে দোহারের ইউএনও পদে নিযুক্ত করা হয়।

 

 

 

২০১৩ সালে ৩১তম বিসিএস-এর মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন ফিরোজ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী এর আগে ২০১২ সালে অগ্রণী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ইউএনও পদে যোগদান করেন। শিবালয়ের ইউএনও থাকাকালীন সেখানে জনবান্ধব বেশকিছু কর্মকান্ড করে প্রশংসিত হউন। এছাড়াও মানিকগঞ্জের পদ্মায় ইলিশ রক্ষায় রাতদিন অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ উল্লেখযোগ্য অনেক কাজ করেন তিনি। বর্তমানে করোনা সংকটে নিজেকে অগ্রভাগে রেখে নিরলসভাবে কাজ করবেন বলে জানান ইউএনও এ এফ এম ফিরোজ মাহমুদ।

 

 

তিনি দোহারে যোগদান করেই সরকার নির্দেশনা সন্মানের সাথে দোহারের সর্বস্তরের জনগন সহ গণমাধ্যম কর্মিদের সাথে বর্তমান করোনা সংক্রমণ রোধে(কোভিড ১৯) প্রতিরোধে নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর বলে জানান। এসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র চলতি দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য যোগদানকৃত ইউএনওকে।

অন্য খবর  মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারে সয়লাব দোহার-নবাবগঞ্জ 

 

 

উল্লেখ্য যে, দোহারে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকা আফরোজা আক্তার রিবা পদোন্নতি পেয়ে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিযুক্ত হোন গত ২ জুলাই বৃহস্পতিবার।

আপনার মতামত দিন