দোহারে তারুন্যের বঙ্গবন্ধু -মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

99
দোহারে তারুন্যের বঙ্গবন্ধু -মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ এর আয়োজনে তারুণ্যের ব্ঙ্গবন্ধু -মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলার দোহার উপজেলার থানার মোড়ে বেগম আয়শা শপিং কমপ্লেক্স এর ২য় তলায় ২০শে মার্চ শনিবার সকাল ১১টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি)জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহিন-উল-ইসলাম, দোহার উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আবুল খালাসী) প্রমুখ।

অনুষ্ঠানে  মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ (কেন্দ্রীয় কমিটি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহিম খলিল সবুজ এর সভাপতিত্বে বিশিষ্ট সাংবাদিক কাজী জুবায়ের আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন