স্টাফ রিপোটারঃ আল-আমিন: ঢাকার দোহার উপজেলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন ডিএন মেডিকেল সার্ভিসেস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক, ঢাকা ইমপালস হাসপাতালের ডিরেক্টর ও চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মো. জালালউদ্দিন। ডিএন মেডিকেল সার্ভিসেস-এর চেয়ারম্যান মো. করম আলীর সভাপতিত্বে এবং ডিরেক্টর (অ্যাডমিন ও ফিন্যান্স) আব্দুল রাকিব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডা. মো. রবিউল ইসলাম (উজ্জল), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার ইসলাম, কেয়ার মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুরাদ হোসেন খান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান, ডিএন মেডিকেল সার্ভিসেস খন্দকার আবুল কালাম, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা বিএনপি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক, দোহার উপজেলা বিএনপি অ্যাড. ফজলুর রহমান বেলায়াদি ও জুলহাস উদ্দিন, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. মুজবুর রহমান বেপারী প্রফেসর আনোয়ারুল ইসলাম, পেডিয়াট্রিক কেয়ার মেডিকেল কলেজ আমিনুল হাসনাত, অ্যাসোসিয়েট প্রফেসর, নিউরো সাইন্স হাসপাতাল ডা. মো. মিজানুর রহমান .সাদ এম মেহেদী, ডিরেক্টর, ট্রেডসওয়ার্থ গ্রুপ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুসুমহাটি ইউপির সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী।
নতুন এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।