দোহারে জেলা পরিষদ সদস্য নির্বাচনে শাহজাহান মোল্লা বিজয়ী

918
দোহারে জেলা পরিষদ নির্বাচনে শাহজাহান মোল্লা বিজয়ী

 

ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১৫ নাম্বার ওয়ার্ড (দোহার উপজেলা) এ সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন শাহজাহান মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ন কবির পেয়েছেন ৩৭ ভোট। বেলা দুইটায় ভোট গ্রহন শেষে তিনটার দিকে কেন্দ্র থেকে ফলাফল ঘোষনা করা হয়।

সকাল ৮ থেকে দোহারের জয়পাড়া পাইলট স্কুলে শুরু হওয়া ভোটে ১০৭ জন ভোটারের মাঝে ১০৬ জন ভোটার ভোট দেন। এর মাঝে বৈধ ভোট কাউন্ট হয় ১০৫ টি। ভোট গ্রহন শেষে নারিশার শাহজাহান মোল্লা অটো রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ন কবির ক্রিকেট ব্যাট প্রতিক নিয়ে ৩৭ ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন। ৩য় স্থান লাভ করেছেন যুগ্মভাবে তালা প্রতিক নিয়ে তৈয়ুবুর রহমান ও রাকিব বিন হাসেম। উভয়ই পেয়েছেন ৬ ভোট। এছাড়া বৈদ্যুতিক পাখা নিয়ে হাবিবুর রহমান পেয়েচেন ২ ভোট, শামীম বেপারী ১ ভোট। অপর প্রার্থী সালাউদ্দিন কোন ভোট পান নি।

আপনার মতামত দিন