দোহারে ছুরিকাঘাতে গুরুতর আহত পিয়াসের মৃত্যু

396
দোহারে ছুরিকাঘাতে গুরুতর আহত পিয়াসের মৃত্যু

ঢাকার দোহারে ছুরিকাঘাতে গুরুতর আহত পিয়াস রাজধানী ঢাকার জাপান বাংলাদেশ হাসাপাতালে মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে পিয়াস (১৮) নামের এক কিশোর ছুরিকাঘাতে গুরুত্বর জখম হয়। আহত পিয়াস নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে। সে ১ বছর যাবত দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামে তার নানা বাড়িতে বাস করতো।

ছুরিকাঘাতে গুরুতর আহত পিয়াস রাজধানী ঢাকার জাপান বাংলাদেশ হাসাপাতালে লাইফ সাপোর্টে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পিয়াসের মস্তিস্কে রক্ত জমাটবাধায় অপারেশনের কোন সুযোগ নেই। ৭২ ঘন্টা নিবির পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়। আজ সকাল ১১টা ২০মিনিটের দিকে মৃত্যু ঘটে তার।

এদিকে ঘটনার সাথে জরিত প্রধান আসামি রাফিদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোহার থানা ওসি তদন্ত আজহারুর ইসলাম। ঘটনার সাথে জরিত রাফিদের উপযুক্ত বিচার দাবি করেন পিয়াসের পরিবার।

আপনার মতামত দিন