দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

1280

সব শঙ্কা উড়িয়ে দিয়ে দোহার উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দোহার  উপজেলা, দোহার পৌরসভা ও ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিনের  নেতাকর্মীরা।

দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

বুধবার সকালে দোহার উপজেলা পরিষদ থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা থেকে শুরু হয়ে রতন ভাষ্কর্য হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ‘আলমগীর ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগাণ দিতে থাকে।

দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

এই আনন্দ মিছিল শেষ পথসভায় বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান  দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিনের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সেন্টু সহ নবগঠিত কমিটির সদস্যরা।

দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

উল্লেখ্য যে, গত মঙ্গলবার আমিনুল ইসলাম কে সভাপতি ও উদয় হোসেনকে সাধারন সম্পাদক করে উপজেলা কমিটি এবং পাপেল মাহমুদ নিজামকে সভাপতি ও মিজানুর রহমান সাদ্দামকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগ।

অন্য খবর  কুসুমহাটিতে শহীদ জিয়ার ৩৫তম শাহাদাত বার্ষিকী পালিত

দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

অপরদিকে দোহার উপজেলা ও পৌর ছাত্রলীগের পুরাতন কমিটি বাতিলের প্রতিবাদে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভ শেষে বুধবার সংবাদ সম্মেলণ করার ঘোষণা দিলেও তা বাতিল করেন। এই কারনে বুধবার একই সময়ে দুই পক্ষের কর্মসূচী ঘিরে উপজেলার প্রাণকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

 

দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

 

দোহারে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল

আপনার মতামত দিন