দোহারে ছাত্রলীগের উদ্যোগে মানবতার দেয়াল

613
দোহার ছাত্রলীগ

‘আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান, অপ্রয়োজনীয় জিনিস রেখে যান’ এমন স্লোগান দেয়ালে লিখে ব্যতিক্রম সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে জয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন দেয়ালে এই সেবামূলক কার্যক্রমটির যাত্রা শুরু করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম।

দোহার ছাত্রলীগ

এদিকে ছাত্রলীগের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন অনেকে।

মানবতার দেয়ালের উদ্যোক্তা জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাবেক উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আব্দুর রহমান শান্ত জানান, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের আমাদের দায়িত্ব। আমরা ছাত্রলীগ থেকে সব সময় চাই মানুষের সেবা করতে। তাই আমাদের এমন উদ্যোগ। আগামীতে আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সমাজে ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।

সার্বিক সহযোগিতায় ছিলেন, জয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিহাব-উর-রহমান, সঞ্জয় শাহা, শিফাত হোসেন বুলেট, মো.জিহাদসহ অন্যান্য ছাত্রলীগ কর্মীরা।

আপনার মতামত দিন