আছিফুর রহমান,নিউজ৩৯: মংগলবার থেকে দোহার উপজেলায় চলছে মুক্তিযোদ্ধা বাছাই প্রক্রিয়া। মঙ্গলবার সকালে দোহার উপজেলা সভাকক্ষে এ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ। মোট মুক্তিযোদ্ধার ৭০ জনের যাচাই বাছায় করে কাগজ পত্র দেখা হয়।
অনুষ্ঠানের সভাপতি দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দিক নির্দেশনা অনুযায়ি আমরা কাজ করছি। বাছাই প্রক্রিয়া অনুষ্ঠানে দোহারের সাবেক কয়েকজন মুক্তিযোদ্ধা কমান্ডার সহ উপজেলার বেশির ভাগ মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ বাছাই প্রক্রিয়া চলছে। যে যে রকম সার্টিফিকেট উপস্থাপন করছে আমরা সে রকমই রিপোর্ট দিব মন্ত্রনালয়ে। মুক্তিযোদ্ধাদের সবার মতামত নিয়েই কাজ চলছে। কেউ যদি মনে করে দুর্নীতি হচ্ছে বা হবে বলে সেটা সঠিক নয়।
এই বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব মোল্লা, ডা. অাবুল কালাম, হাসান মতিউর রহমান, আ. রউফ মোল্লা,দোহার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র সহ উপজেলার মুক্তিযোদ্ধারা।