ঢাকার দোহার উপজেলায় মাদক গাজা সেবন ও সংরক্ষণের দায়ে মোঃ রাসেল শেখ(৩১) পিতাঃ মোঃ ফজলুল হক রহমান গ্রাম পূর্ব সুতারপাড়া ব্যক্তি কে গাজা সেবন ও সংরক্ষণ করার দায়ে ১জন কে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হয়।
মেঘুলা গ্রামে অবিনস্থ শেখ মুছলেম এর দুচালা ঘরের সামনে থেকে পুলিশ গাজা সেবনও সংরক্ষণ অবস্থায় হাতেনাতে ধরা পড়ে ৭৫ গ্রাম গাজা সহ জাহার মূল্য ৭৫০ টাকা।
মঙ্গলবার ৬ই এপ্রিল দোহার থামার এ এস আই জাহিদ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,দুপুর ২টা ৪৫মিনিটপ গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন সিপিসি ১ভাগ্য কুল র্যাব -১১ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আবু সালেহ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে মোঃ রাসেল শেখ(৩১) পিতাঃ মোঃ ফজলুল হক রহমান কে হাজির করলে তাদের কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ ধারায় ১ মাস বিনাশ্রম দন্ড সহ ৫শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত সহ অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,দোহারে মাদক দ্রব্য বহন, পরিবহন,সেবন, ব্যবসা সম্পুন্য রুপে নিষিদ্ধ। আমরা যদি মোবাইল কোর্টের মাধ্যমে বা কোন গোপন সূত্রে খবর পেয়ে কাউকে আটক করতে পারি তাকে অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির প্রদান করা হবে এব্যাপারে কোন ছাড় নেই।