‘খাল হোক প্রবাহমান-মধুরচরের পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজার এলাকায় ধাপাড়িয়া খালের অভিমুখে দাঁড়িয়ে গতকাল সকালে মানববন্ধন করেছে মধুরচর গ্রামের বাসিন্দারা। মধুরচর ঐতিহ্যবাহী ধাপাড়িয়া খালের ওপর কালভার্ট ও রাস্তা নির্মাণ এবং পদ্মার সঙ্গে সংযোগ মুখ উন্মুক্ত করার দাবি জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে মধুরচরের শত শত বাসিন্দা অংশগ্রহণ করেন। মানববন্ধনকারীরা জানান, ১৯৮২ সালে এই খালের ওপর চলাচলের জন্য প্রধান সড়ক নির্মাণ হলে খালটি দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। তবে, পানি প্রবাহের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় খালের পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ছাড়া খালের বিভিন্ন স্থান দখল হয়ে যাওয়া এবং পদ্মার সঙ্গে সংযোগ স্থলটি বন্ধ থাকায় মধুরচরের হাজারো মানুষ বন্যা এলেই পানিবন্দি হয়ে পড়ে। বর্তমানে ময়লা আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। খালটি উন্মুক্ত করে খালের পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী।
আপনার মতামত দিন