দোহারে কুকুরের কামড়ে অর্ধশত আহত

628
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশত মানুষ আহতের খবর পাওয়া গেছে। এমন ঘটনায় জনমনে অতঙ্ক বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঝনকি, উত্তর ও দক্ষিণ শিমুলিয়া, মধুরচর ও বটিয়া এলাকায় আহতের সংখ্যা বেশি। যার মধ্যে সরকারি হিসেবে গত দুদিনে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৬ জন। বাকিরা অন্যন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া গত এক সপ্তাহে প্রায় অর্ধশতাধিক কুকুরের কামড়ে আহতের খবর পাওয়া গেছে।

এবিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন বলেন, আমি গত আইনশৃঙ্খলা মিটিং এ ভ্যাক্সিনের জন্য বরাদ্দ চেয়েছি। এখনো কোন বরাদ্দ আসেনি। বর্তমানে বাইরে থেকে ভ্যাক্সিন কিনে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তার মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

এব্যাপারে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন, আমরা পৌরসভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাক্সিন দেয়ার জন্য একটি বরাদ্দ দেয়ার চেষ্টা করছি। এরমধ্যে পৌরসভায় কিছু ভ্যক্সিন দেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

আপনার মতামত দিন