ঢাকার দোহারে কালবৈশাখী ঝড়ে অন্তত ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দোহারের বিভিন্ন এলাকা দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রায় আধা ঘন্টার তীব্র বাতাসে উপজেলার জয়পাড়া, বিলাসপুর, চর বিলাসপুর, বাহ্রা, ধোয়াইর, লটাখোলা, নিকড়া, ইউসুফপুর, বাস্তা, আউলিয়াবাদ, মাহমুদপুরসহ কয়েকটি এলাকার কাঁচা ও আধাপাকা অনেক ঘর বিধ্বস্ত হয়।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, সন্ধ্যায় বয়ে যায় কালবৈশাখী ঝড়ে এসব এলাকার অন্ততঃ ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইনের ওপর গাছ উপড়ে পড়ে আছে। ঝড়ের সময় থেকে পুরো উপজেলায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তীব্র এ ঝড়ে হাজার হাজার গাছপালা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা ভাঙন কবলিত নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার ঘরবাড়ি, গাছপালা ও ক্ষেতের ফসল।
নয়বাড়ি ইউনিয়নের ইউপি সদস্য মো. সামছুদ্দিন জানান, ঝড়ে নদীরপারে ভাঙনকবলিত অনেক মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে আছে।