দোহারে করোনা প্রতিরোধে ইঞ্জিনিয়ার মেহবুবের দশ হাজার মাস্ক বিতরণ

211

শনিবার দোহারে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী, রিক্সা, ইজিবাইক চালক ও সাধারণ মানুষের মাঝে প্রায় দশ হাজার মাস্ক বিতরণ করেছেন গ্র্যাজুয়েট এসোসিশনের সভাপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবির। তিনি দোহার উপজেলার পল্লীবাজার, মুকসুদপুর, ফুলতলা, মধুরখোলা-মইতপাড়া, নারিশা ও মেঘুলা বাজারে মাস্ক বিতরণ করেন।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে গ্র্যাজুয়েট এসোসিয়েশন অফ দোহারের উদ্যোগে এবং সভাপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের নেতৃত্বে বিভিন্ন গাড়ি চালক, পথচারী এবং বাজার ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

মাস্ক বিতরণকালে মেহবুব কবির বলেন, দেশে ভ্যাকসিন আসতে এখনো অনেক দেরি। তাই সারাদেশে না পারি, কমপক্ষে আমার দোহার উপজেলার সর্বস্তরের জনগণকে করোনা থেকে রক্ষা করার চেষ্টা করছি। যতদিন দেশে করোনা ভাইরাস থাকবে, ততোদিন গ্র্যাজুয়েট এসোসিশন অফ দোহার সকলের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জনসাধারণ সহ গ্র্যাজুয়েট এসোসিশনের বিভিন্ন সদস্যবৃন্দ।

আপনার মতামত দিন