দোহারে ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান শুরু

536

“ মা ইলিশ রক্ষায় সচেতন হই, ইলিশ উৎপাদনে সহায়তা করি” এই স্লোগানে ইলিশের প্রজনন রক্ষায়, আগামীকাল (বুধবার) ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকরে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন প্রচার প্রচারণাও চালিয়েছে প্রশাসন ।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, এখন ইলিশের প্রজনন মৌসুম তাই ইলিশ রক্ষায় আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রচারণা চালিয়েছি। আগামী ২২ দিন ইলশ মাছ ধরা, মজুদ, বিক্রি সম্পুর্নভাবে নিষিদ্ধ করেছে সরকার। কেউ যাতে এই ২২ দিন ইলিশ মাছ শিকার করতে না পারে তাই পদ্মা নদীতে প্রশাসন নিয়মিত অভিযান চালাবে। এই সময়ে জেলেদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার। নিষেধাজ্ঞা অমাণ্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  ইলিশ রক্ষায় সকলের মধ্যেই এই সচেতনতা থাকলে অবশ্যই সফলতা সম্ভব।

আপনার মতামত দিন