ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে উপজেলা প্রশাসন অবহিতকরণ শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হ্য়েছে। ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই প্রশিক্ষন চলবে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। কর্মশালাটি মঙ্গলবার ৯:৩০ থেকে শুরু হয়। এতে দোহারের ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিরা অংশ নেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টা পর্যন্ত নিবন্ধীকরন ও কোর্স সম্পর্কে আলোচনা করেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন। এছাড়াও কে এম আল আমিন বাংলাদেশের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা
দুপুর ১২টায় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ ও ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পওি সমূহ এবং আয়ের উৎস এ সম্পর্কে এ সম্পর্কে আলোচনা করেন এনআইএলজি প্রতিনিধি
এছাড়া দোহার উপজেলা কৃষি অফিসার ইউনিয়ন পরিষদের বাজেট এ সম্পর্কে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার দোহার,ঢাকা।
এবং সবার শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য,সচিব এবং গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য এ সম্পর্কে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসান।