দোহারে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে কর্মশালা শুরু

388
দোহারে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে কর্মশালা শুরু

ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে উপজেলা প্রশাসন অবহিতকরণ শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হ্য়েছে।  ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই প্রশিক্ষন চলবে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। কর্মশালাটি মঙ্গলবার  ৯:৩০ থেকে শুরু হয়। এতে দোহারের ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিরা অংশ নেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টা পর্যন্ত নিবন্ধীকরন ও কোর্স সম্পর্কে আলোচনা করেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন। এছাড়াও কে এম আল আমিন বাংলাদেশের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ  সম্পর্কে আলোচনা

দুপুর ১২টায় স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ ও ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পওি সমূহ এবং আয়ের উৎস এ সম্পর্কে এ সম্পর্কে আলোচনা করেন এনআইএলজি প্রতিনিধি

এছাড়া দোহার উপজেলা কৃষি অফিসার ইউনিয়ন পরিষদের বাজেট এ সম্পর্কে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার দোহার,ঢাকা।

এবং সবার শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য,সচিব এবং গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য এ সম্পর্কে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসান।

আপনার মতামত দিন