দোহারে ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

57

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার: ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুসুমহাটি ইউনিয়নের বাস্তা ফকিরবাড়ি মাঠে “দেশ বাঁচাও, কৃষক বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুসুমহাটি ইউনিয়নে দুই সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে মোঃ মিনহাজুর ইসলাম রনি ও সাধারণ সম্পাদক পদে মোঃ বাচ্চু মিয়াকে কুসুমহাটি ইউনিয়ন কৃষক লীগের দায়িত্ব দেওয়া হয়। তাদেরকে কমিটি পূর্ণাঙ্গ করতে পরবর্তী নির্দেশনা দেয়া হয়।

দোহার উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। সে সময় তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে, আমাদের সকল সহযোগী সংগঠনকে একসাথে কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন – ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক, নূরুল হক বেপারী – দোহার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , দোহার উপজেলা কৃষক লীগের আহবায়ক তাবারক আলী বেপারী, বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম করম – আলী কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য বাংলাদেশ কৃষক লীগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আসান খোকন শিকদার, কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, আনিচুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন