দোহারে “আজকের দর্পণ” পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

114
দোহারে “আজকের দর্পণ” পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় হলরুমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নয় পেরিয়ে দশ-এ পদার্পণ করে পত্রিকাটি।

আজকের দর্পণ পত্রিকার পথচলার শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচার করে আসছে।

‘আজকের দর্পণ’ পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি নাজনীন শিকদারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।

এসময় প্রধান অতিথি মোস্তফা কামাল ‘আজকের দর্পণ’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ‘আজকের দর্পণ রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কথা বলে। সেই সাথে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজকের দর্পণ মূখ্য ভূমিকা পালন করেও আসছে। আমরা পত্রিকাটির বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদের ধারাবাহিকতা কামনা করছি।

অনুষ্ঠানে দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাপ্তাহিক নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, দোহার থানার এসআই মো. মিন্টু লস্কর, এএস আই রোমান সিদ্দিকি, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি বিপ্লব ঘোষ, তানজিম ট্রাভেল এন্ড ট্যুরসের পরিচালক হাফেজ মো. শফিকুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. নাজমুল হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ, নববাংলার প্রতিনিধি আব্দুল রাহিম, মো. শাহাদাত হোসেনসহ আরো অনেকে।

অন্য খবর  অ্যাম্বুলেন্স পেল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

 

আপনার মতামত দিন