দোহারে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

872
saka

গত ২২শে নভেম্বর রোববার বিকালে দোহার উপজেলার রতন স্বাধীনতা চত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপি শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের(সাঁকা)চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাসিঁর দন্ড কার্যকারী হওয়াতে উপজেলা আওয়ামীলীগ আনন্দ মিছিলের আয়োজন করে।

বিকালে একটি মিছিল বের হয় মিছিলটি থানার মোড় হয়ে রতন চত্বরে এসে শেষ হয় ।এসময়ে উপজেলা চেয়ারম্যান মো.আলমগীর হোসেন এর সভাপতিত্বে তিনি বলেন দেশ এখন কলংক মুক্ত হয়েছে। কেননা জাতি এরকম একটি বিচারে অপেকখায় ছিল দীর্ঘদিন তা এখন বাস্তবে পরিনত হওয়া সবাই আনন্দিত।

এই সময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন-সম্পাদক ফজলুল হক,দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক আলী আহসান খোকন,ঢাকা জেলা মহিলা লীগের সহ-সভাপতি আনার কলি পুতুল,দোহার উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আলমাছ উদ্দিন প্রমুখ।পরে মিষ্টি বিতরনের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

আপনার মতামত দিন