দোহারে অনারম্বড়ভাবে জন্মদিনের কেক কাটলেন

167

দোহার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নে নিজ বাড়িতে জন্মদিন পালন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ছিলো তার ৭১তম জন্মবার্ষিকী। বাংলাদেশ পুলিশের সৌজন্যে ৭১ পাউন্ডের একটি কেক কাটা হয়। আসাদুজ্জামান খান ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার তেজগাঁও থানার মনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা আশরাফ আলী খান একজন সরকারী কর্মকর্তা ছিলেন আর মাতা আকরামুন নেসা। পরিবারে তিনি দ্বিতীয় সন্তান ছিলেন। তার পৈতৃক নিবাস ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার শাইনপুকুরের মিয়া বাড়ি ।

শুক্রবার বিকাল থেকেই শুরু হয় তার নিজ বাসায় দোহারের জনগণ ফুলদিয়েই শুভেচ্ছা জানান।
পরে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কেকে কেটে জন্মদিন পালন করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন কালের বিভিন্ন ধরনের কাজের স্লাইড শো প্রদর্শন করা হয় পুলিশের পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান্সহ পারিবারিক সদস্যরা এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন