দোহারের ২ বিএনপি নেতাকে বহিষ্কার করলো ঢাকা জেলা বিএনপি

101
দোহারের ২ বিএনপি নেতাকে বহিষ্কার করলো ঢাকা জেলা বিএনপি

প্রেস রিলিজ: দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ সানু, দোহার উপজেলা বিএনপির অর্থ সম্পাদক  ও দোহার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর ইকবাল জাহিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। ১ জানুয়ারী ২০২৪ তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে তাদের বহিস্কার করা হয়।

 

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর বানাঘাটায় ঢাকা -১ সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে নৌকায় ভোটের পক্ষে বক্তব্য প্রদান করেন তানভীর আহমেদ সানু ও জাফর ইকবাল জাহিদ। এই সময় তারা এলাকায় উন্নয়নের স্বার্থে সালমান এফ রহমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চান এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য হাত তুলে সমর্থন জানান। তাদের রাজনৈতিক এই অবস্থান পরিবর্তন বিএনপি সংশ্লিষ্টদেরকে অবাক করেছে। এই কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন