দোহারের বিদায়ী ইউএনও এর সাথে নিউজ৩৯ এর বিদায়ী সাক্ষাৎ

276
দোহারের বিদায়ী ইউএনও এর সাথে নিউজ৩৯ এর বিদায়ী সাক্ষাৎ
দোহারের সদ্য বিদায়ী ইউএনও আফরোজা আক্তার রিবার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছে নিউজ৩৯ পরিবার। আজ দুপুর ১ টার দিকে তার সাথে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবাকে ফুলেল শুভেচ্ছা জানায় নিউজ৩৯ পরিবার। এই সময় নিউজ৩৯ এর সম্পাদক ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের সভাপতি তারেক রাজিবের নেতৃত্বে নিউজ৩৯ পরিবার তাকে ফুলেল বিদায়ী শুভেচ্ছা জানায়। এই সময় উপস্থিত ছিলেন নিউজ৩৯ এর চিফ রিপোর্টার আছিফুর রহমান, স্টাফ রিপোর্টার শরিফ হাসান, স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম। এই সময় দোহারে থাকার সময় দোহারের বিভিন্ন বিষয় নিয়ে নিউজ৩৯ এর সাথে আফরোজা আক্তার রিবার খোলামেলা আলোচনা হয়। এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের যাবতীয় কার্জক্রম বিস্তারিত তুলে ধরা হয়।
উল্লেখ্য; আফরোজা আক্তার রিবা গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত বৃহস্পতিবার (জুন ৪) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এ সংক্রান্ত আদেশ জারি করেন। আফরোজা আক্তার রিবা এর আগে ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত দিন