দোহারের বাস সেবকের লাশ কেরানীগঞ্জে উদ্ধার

263

কেরানীগঞ্জের হযরতপুর ঢালিকান্দি এলাকা থেকে বুধবার দুপুরে মো. আসাদ মিয়া নামে এক যাত্রীবাহী বাসের হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই আবদুস সালাম মিয়া জানান, তার ভাই আসাদ মিয়া জয়পাড়া পরিবহনের হেলপার ছিল। মঙ্গলবার রাতে গুলিস্তান থেকে যাত্রী নিয়ে দোহার উপজেলার কার্তিকপুর আসে। যাত্রী নামানোর পর সে গাড়িতে ঘুমিয়ে থাকে।

গভীর রাতে একদল ডাকাত গাড়িসহ তার ভাইকে নিয়ে যায়। গাড়ি ও তাকে সকালে না দেখে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়। না পেয়ে দোহার থানায় জিডি করা হয়। পরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ঢালিকান্দি এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, তার ভাইকে হত্যার পর গাড়িটি নিয়ে যায় ডাকাতরা। তার বাড়ি দোহার থানার জয়পাড়া বটিয়া গ্রামে।

আপনার মতামত দিন