দোহারের নারিশায় পদ্মায় বিলীন ১৪ টি বাড়ি

384

দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার পদ্মার তীব্র স্রোতে মাত্র এক ঘণ্টার মধ্যে বিধ্বস্ত হয়েছে  ১৪টি ঘরবাড়ি।পানিতে তলিয়ে গেছে ৪টি ঘর। এলাকার বাসিন্দরা ব্যস্ত ভাঙনের হাত থেকে তাদের বাড়িঘর সরিয়ে নিতে । এলাকাজুড়ে চলছে সর্বহারা মানুষের আহাজারি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল।  রবিবার দিবাগত রাতে আকস্মিকভাবে প্রচণ্ডবেগে স্রোতে সেখানে থাকা ৪টি ঘর মুহুর্তেই নদীতে তলিয়ে যায়। ভেঙে যায় আরও ১০টি ঘর। ভাঙনের ভয়াবহতা দেখে নদীপারের বাসিন্দারা আতিঙ্কত হয়ে ছুটোছুটি করতে থাকে।

এসময় অন্তত পাঁচজন আহত হয়। এদিকে ঘরে থাকা খাবারটুকুসহ সবকিছু হারিয়ে বাড়িঘরহারা মানুষগুলো যেন একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। এ পরিস্থিতিতে দ্রুত সরকারি সাহায্য কামনা করেছেন তারা।

এ বিষয়ে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, গত কয়েকদিন ধরে নারিশা পশ্চিমচর অংশ দিয়ে আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। ভাঙনে আতঙ্কে মানুষ দিন-রাত কাটাচ্ছে। পানি একটু কমলে ভাঙন আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অন্য খবর  নির্বাচনী পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

 

আপনার মতামত দিন