করোনায় প্রাণ হারালেন দোহারের করোনাযোদ্ধা ড. জহিরুল হাসান গাজী

করোনার করাল গ্রাসে শোকাবহ মৃত্যু ঘটল বাংলাদেশের এক শীর্ষ চিকিৎসক অধ্যাপকের

655

প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে প্রাণ গেল আরো একজন করোনা যোদ্ধা দোহারের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর শিশু সার্জন অধ্যাপক ড. জহিরুল হাসান গাজী রকেট। তার বাড়ি দোহারের উত্তর জয়পাড়া গাজিকান্দায়। তিনি জয়পাড়া হাসপাতালে দীর্ঘ সময় দোহারের মানুষকে সেবা দিয়েছেন।

গতকাল (১১জুন) বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবার রাত দেড়টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু মেডিকেলের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুক্রবার মিডিয়াকে বলেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের করোনা ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মতামত দিন