দোহারের নব নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দান

407

মো : জাকির হোসেন ♦ গত ৩১ শে মে তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৬ প্রার্থীকে গত ২৫ শে জুন শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনূষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করে বন্ধন সমবায় সমিতি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত। দোহার উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নব-নির্বাচিত চেয়ারম্যানদের এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ৩ চেয়ারম্যান। উক্ত আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মো : শাহজাহান। দুপুর ৩ টায় অনূষ্ঠান শুরুর কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে অতিথিরা সময়মত না আসতে পারায় অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হয়। অনুষ্ঠান শুরু হতে বিকাল ৫ টা বেজে যায়। অনুষ্ঠানের শুরুতেই বন্ধন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে নব নির্বাচিত ৬ চেয়ারম্যানের উপস্থিতির কথা থাকলেও ৩ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল ওহাব দোহারি (কুসুমহাটি ইউনিয়ন) , তোফাজ্জল হোসেন মুন্সি (মাহমুদপুর ইউনিয়ন) ও আব্দুল হালিম (মুকসুদপুর ইউনিয়ন)।

অন্য খবর  নবাবগঞ্জ ও দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বেলাল

অতিথিদের ব্যাজ পড়ানোর পর চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর বন্ধন সমবায় সমিতির কর্মকর্তারা তাদের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। এই সময় প্রত্যেক চেয়ারম্যানকে তারা শুভেচ্ছা ও অভিন্দন জানান। সেই সাথে তাদের প্রত্যেকে তাদের ইউনিয়ন ও সার্বিকভাবে তাদের দোহার থানান উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান। এসময় সমিতির পক্ষ থেকে পদ্মার ভাঙ্গনের হাত থেকে দোহার থানা, বিশেষত নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়ন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান। সেই সাথে পদ্মার হাত থেকে রক্ষার কার্যক্রমে সকল চেয়ারম্যানদের সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করা হয়। এরপর উপস্থিত চেয়ারম্যানগণ অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সেই সাথে ভাঙ্গন রোধে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন। এরপর প্রধান অতিথি তার বক্তব্যে অনুষ্ঠান আয়োজনের জন্য বন্ধন সমবায় সমিতিকে ধন্যবাদ প্রদান করেন। এবং সেই সাথে পদ্মার ভাঙ্গন প্রতিরোধে তিনিও সর্বাত্মক সহায়তার ঘোষণা দেন। তিনি আরো জানান যে ইতোমধ্যে সরকারি তহবিল থেকে পদ্মার ভাঙ্গন রোধে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং আরো বড় প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. আব্দুল মান্নান খান আপ্রান চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান। এরপর প্রধান অতিথির বক্তৃতা শেষ হলে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর একই স্থানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা রুমেল।

অন্য খবর  দোহারে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিউজ ৩৯/১১/০৬/২৭

আপনার মতামত দিন