দেশ আজ পথ হারিয়েছেঃ শামীমা রাহিম শীলা

237
শামীমা রাহিম শীলা

১৯৫২ সালে যাদের রক্তে এই দেশের মানুষ একটি ভাষা পেয়েছিল তাদের স্মরনে একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। জাতীয়তাবাদী মহিলা দলের সাথে একুশে ফেব্রুয়ারী জাতীয় শহিদ মিনারে তিনি এই পুস্পক স্তবক অর্পন করেন। এই সময় নিউজ৩৯কে তিনি বলেন, যাদের আত্মত্যাগে আজ এই ভাষায় আমরা কথা বলছি। যাদের আত্মত্যাগের ভিতরে লুকায়িত ছিল নতুন একটি দেশের স্বপ্ন, একটি জাতির মাথা তুলে দাড়াবার স্বপ্ন। তাদের এই আত্মত্যাগ আজ সারা দেশবাসীর মতো আমরাও স্মরন করছি। দেশ আজ একটি সংকটময় পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।  গনতন্ত্রের নামে স্বৈরাচারী শাষন ব্যবস্থার কবলে পড়ে আজ দেশ পথ হারিয়েছে। দেশমাতা বেগম খালেদা জিয়া আজ স্বৈরাচারের জেলে। তাকে মুক্ত করেই দেশকে আমরা নতুন করে শান্তির ও সুশাষনের পথ দেখাবো ইনশায়াল্লাহ।

 

আপনার মতামত দিন