দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজন: সালমান এফ রহমান

11
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশি-বিদেশি বিনিয়োগ প্রয়োজন। রোববার (২৬ মে) রাজধানীতে আমেরিকান চেম্বারের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালমান এফ রহমান বলেন, আমাদের অর্থনীতি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ আমাদের ভুলের কারণে নয়, আন্তর্জাতিক কারণে। কোভিডের সময় আমরা ভালে করেছি৷ কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর সমস্যা।

তিনি আরো বলেন, ফেডারেল রিজার্ভ সুদহার বাড়িয়ে দেয়ায় ডলারের দাম বেড়েছে৷ ফলে জ্বালানি, সারের দাম বেড়ে গেছে। এগুলোই আমরা আমদানি করি। এ চাপ মোকাবিলার জন্য এখন আমাদের দেশি-বিদেশি বিনিয়োগ দরকার।

আপনার মতামত দিন