দোহারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

207

আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কম্পিউটার ভিত্তিক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মেঘুলা বাজারের আনোয়ার (২২)-কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। 

জানা যায়, ওই গ্রামের নৈমুদ্দিন হাওলাদারের ছেলে আনোয়ার ফোন, ফ্যাক্স ও কম্পিউটারের ডাউনলোডের ব্যবসায় করতেন। সকালে রাহাত, আহাদ ও রনি নামে তিন যুবক মোবাইলে মেমোরি কার্ডে পর্নো ছবি ডাউনলোড করে দিতে বললে তিনি অস্বীকৃতি জানান।

পরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ারের দোকানে হামলা চালায়। তারা তার আনোয়ারের পেটে, বুকে ও মাথায়আঘাত করে চম্পট দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ বিষয়ে এসআই রফিকুল ইসলাম লিটন জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

আপনার মতামত দিন