তৃণমূল বিএনপি চায় ১৪টি, পেতে আরে ২/৩ টি

163

news39.net, online desk: বিরোধীদের বর্জনের মুখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে বিপাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাছাড়া ভোটারের উপস্থিত নিয়ে সংশয়ে রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষই। মহাজোটের শীর্ষ একাধিক নেতার ভাষ্য, আসন ভাগাভাগি নিয়ে কেবল জোট বা মহাজোট নয়, কথিত কিংস পার্টিগুলোও গণভবনের দিকে তাকিয়ে রয়েছে। তৃণমূল বিএনপি দলকষাকষি করছে ১৪টি আসনের জন্য। তারা অন্তত ২টি, বড়জোড় ৩টি আসনে ছাড় পেতে পারে জানিয়ে একটি সূত্র দাবি করে, যার মধ্যে সিলেট-৬, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন রয়েছে। ওই দলের মূল নেত্রী অর্থাৎ প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার নাজমূল হুদার মেয়ে অন্তরা হুদা মুন্সীগঞ্জে প্রার্থী হয়েছেন। তিনি এ আসনে ছাড় পেতে জোর চেষ্টা চালাচ্ছেন। শেষপর্যন্ত তিনি সফলও হতে পারেন। তাছাড়া বিএনএম একটি, বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি আসনে ছাড় পেতে পারে বলে আলোচনা রয়েছে।

আপনার মতামত দিন