ঢাকা-১ আসনে বিএনপি’র মনোনয়নের চিঠি পেলেন আবু আশফাক / ফাহিমা জুবিলী

    1826

    শরিফ হাসান, নিউজ৩৯ঃ ঢাকা-১ আসনে বিএনপি’র মনোনয়নের চিঠি পেয়েছেন খন্দকার আবু আশফাক ও ফাহিমা জুবিলী। মঙ্গলবার বিএনপি’র গুলশান কার্যালয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ঢাকা-১ আসনের জন্য নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহিলা দলের সাবেক চেয়ারম্যান ও ছাত্রনেতা ফাহিমা জুবিলীকে চিঠি দেয়া হয়েছে। তারা আগামীকাল বুধবার রিটানিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিবেন।

    এই ব্যাপারে নিউজ৩৯ কে খন্দকার আবু আশফাক বলেন, আমাকে চূড়ান্ত মনোনয়ন দিলে আমি মিনিমাম ৫০ হাজার ভোটের ব্যাবধানে জয়ী হবো। সে ক্ষেত্রে প্রার্থী যেই হোক না কেন।

    ফাহিমা জুবিলী নিউজ৩৯কে বলেন, আমরা একই বৃন্তে দুটি ফুল। যাকেই মনোনয়ন দেয়া হউক আমরা ঢাকা-১ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিবো ইনশাল্লাহ।

    আপনার মতামত দিন